ঢাকা, ২৪ নভেম্বর রোববার, ২০২৪ || ১০ অগ্রাহায়ণ ১৪৩১
good-food
১২৬

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভরাডুবি 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৮ ৯ নভেম্বর ২০২২  

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনা চলছে। যা প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ডেমোক্রেটিক পার্টির নিয়তি সম্পর্কে একটি আভাস দিচ্ছে। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে বিরোধী রিপাবলিকানরা এগিয়ে রয়েছে। খবর সিএনএন।

 বুধবার সকালে সিএনএন জানায়, রিপাবলিকানদের প্রাপ্ত আসন সংখ্যা ১৭৫ এবং ডেমোক্র্যাটদের দখলে ১৩৬। ফলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির এই মুহূর্তে প্রচণ্ড আশাবাদী। জয়ী হতে তাদের আর মাত্র একটা আসনের প্রয়োজন।

তবে সিবিএসের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকানরা ১৯৮ এবং ডেমোক্র্যাটরা ১৭৬ আসন পেতে পারে।

কংগ্রেসে আধিপত্য প্রতিষ্ঠার লড়াই এই মধ্যবর্তী নির্বাচন। ভোটারদের ৩২ শতাংশই এই ফলাফলে দ্রব্যমূল্যের বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে বিবেচনা করছেন। ২৭ শতাংশ দায়ী করছেন গর্ভপাত বিষয়ে বাইডেন সরকারের গৃহীত সিদ্ধান্তকে।


বাইডেন ও ট্রাম্প উভয়ই সাম্প্রতিক সপ্তাহগুলোয় যথাক্রমে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচার করেন।

রিপাবলিকানরা টেক্সাস, ফ্লোরিডা ও জর্জিয়াতে শক্ত অবস্থান তৈরি করেছে। ২০২৪ সালের নির্বাচনে এই প্রতিযোগিতার প্রভাব পড়বে। 

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর